Advertisement
ব্যাংক বন্ধ, ব্যাংকে ছুটির তালিকা, ব্যাংক হলিডে (Bank Holidays in February 2023)
Advertisement

এইমাসে কোন কোন দিন Bank Holidays থাকছে। জেনে নিনঃ

Bank Holidays February 2023:
মাসের শুরুতেই টাকার দরকার। আর সেই টাকার জন্য বহু সময় ছুটতে হয় ব্যাংকে। যদিও বর্তমানে ATM বা Online Banking- এর জন্য ব্যাংকের উপরে চাপ আগের তুলনাই অনেকটাই কমেছে। তবুও এমন কিছু প্রয়োজনীয় কাজ থাকে, যার জন্য ব্যাংকের শাখায় যেতেই হয় গ্রাহককে। আর তাই প্রতি মাসের শুরুতেই একবার জেনে নেওয়া দরকার, সেই মাসে ব্যাংকের ছুটি (Bank Holidays) কবে রয়েছে।

Advertisement

দেশ জুড়ে ফেব্রুয়ারি মাসে ব্যাংকের ছুটির তালিকাটা একবার দেখা যাক। RBI- এর তরফে যা জানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ ব্যাংকের কাজকর্ম ফেব্রুয়ারি মাসে ১০ দিন হবে না। ২৮ দিনের ফেব্রুয়ারি মাসে যদি ১০ দিন ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকে, তাহলে হাতে রইল ১৮ দিন। এই ১৮ দিন ব্যাংকের শাখায় কাজ করতে পারবেন গ্রাহকরা। তবে আশার কথা হলো সব যায়গায় এক রকম ছুটি থাকে না তাই নির্দিষ্ট কোনও রাজ্যে এই ছুটির পরিমান ১০ দিনের চেয়ে কম হবে।

Advertisement

মার্চ মাসে ইয়ার এন্ডিং Year Ending অর্থাৎ আর্থিক বছরের শেষের হিসাব-নিকাশ সম্পন্ন করা হয় সমস্ত ব্যাংকেই। শুধু ব্যাংক নয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মার্চ মাসকে ইয়ার এন্ডিং হিসেবে ধরা হয়। ফলে তার আগের মাস ফেব্রুয়ারি মাসে February Month যথেষ্ট চাপ থাকে ব্যাংকগুলোর উপরে। বিভিন্ন ধরনের বকেয়া কাজ সম্পন্ন করতে হয়। আর তারপরও যদি মোট ১৮ দিন কাজ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই চাপের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে।

Advertisement

নিয়ম অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৪টি রবিবার ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ২ দিন ব্যাংকের নিয়মে ব্যাংক বন্ধ থাকবে। ফলে স্বাভাবিক নিয়মেই ৬ দিন ব্যাংক বন্ধ থাকলো। এছাড়াও শিবরাত্রি সহ বেশ কিছু উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকতে পারে বলে আর বি আই এর তরফে জানানো হয়েছে।

লটারি জেতার গোপন সুত্র, নতুন কৌশলে টিকিট কাটুন, কোটি টাকা ঘরে আনুন।

প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাংক বন্ধ থাকবে কয়দিন?
শিবরাত্রি উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তবে এখনো পর্যন্ত সেই ছুটির তালিকায় পশ্চিমবঙ্গের নাম দেখা যায়নি। ১৮ তারিখ এনলিস্টেড ছুটি নয়, তবে ঐদিন ছুটি ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে জানা যেতে পারে। এবার ২০ ফেব্রুয়ারি রাজ্য দিবস উপলক্ষে মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে। ২১ ফেব্রুয়ারি লোসার উৎসব উপলক্ষে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে। তবে এই দুদিন দেশের অন্যান্য জায়গায় ব্যাংক খোলা থাকবে।

EK24 News

বাজেটে ইনকাম ট্যাক্স নিয়ে খুশির বার্তা, অনেকেরই টাক্স লাগবে না, নতুন নিয়ম জেনে নি।

এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রাহকদের খুব একটা চিন্তার কোনো কারণ নেই। তার কারণ এই ১০ দিন ছুটির মধ্যে বেশ কিছু দিন পশ্চিমবঙ্গেও ব্যাংক খোলা থাকতে পারে। ফলে সমস্ত ছুটির দিনগুলি (Bank Holidays) পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। তবে এই দিনগুলোতে অনলাইন ব্যাংকিং এর ওপর গুরুত্ব দেওয়াই উচিত বলে জানান বিশেষজ্ঞরা। তার কারণ ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং Online Banking পরিষেবা সম্পূর্ণ চালু থাকবে বলে জানিয়েছে RBI.
Written by Rajib Ghosh.

Advertisement

বাংলার মহিলাদের স্বনির্ভর হতে দিচ্ছে 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement