Aadhaar Link : দেশের ৫ টি রাজ্যে শেষ হয়েছে আধার কার্ড ও জাতিগত এবং আয় শংসাপত্রের সংযুক্তিকরণ, একঝলকে দেখে নিন
বর্তমানে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আধার কার্ড একটি জরুরি পরিচয়পত্রে পরিনত হয়েছে (Aadhaar Link)। নতুন সিম নেওয়া হোক বা ব্যাঙ্কে কে ওয়াই সি ফর্ম পূরন হোক, সবেতেই আধার কার্ডের প্রয়োজন হয়। আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানো নিয়ে অনেক পোস্টই আমাদের চোখে পড়ে। এবার আধার কার্ডের সাথে যুক্ত হতে চলেছে জাতি এবং আয়ের শংসাপত্রও।
পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কলারশিপের ফর্ম পূরন করতে গেলেও প্রয়োজন হয় আধার নম্বরের (Aadhaar Link)। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে তো দরকার হয়ই আধার নম্বর। বিশেষত নানা গুরুত্বপূর্ন কাজে সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষেরা আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে থাকেন প্যান কার্ড।
প্রসঙ্গত, এবার প্যান কার্ডের পর আধার কার্ডের সাথে সংযোগ হতে চলেছে জাতিগত এবং আয়ের শংসাপত্রটিও (Aadhaar Link)। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে এই কাজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্কলারশিপ সিস্টেমে ডিজিটাল প্রযুক্তির একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, এ সম্পর্কিত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের শীর্ষস্থানীয় সচিবদের সাথে বৈঠক করেছেন। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের ৫ টি রাজ্য এই কাজ ইতিমধ্যেই শেষ করেছে। এই তালিকার রাজ্যগুলি হল মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। তাই এই রাজ্যগুলির মানুষেরা এই লিঙ্কের (Aadhaar Link) মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা আগে পাবেন। এই সুবিধার ফলে দেশের আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া প্রায় ৬০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি বৃত্তির টাকা ঢুকে যাবে।
একবার বিনিয়োগ করলে তিন পুরুষ বসে খাবে। এমন সুযোগ আর পাবেন না।
সংবাদ সূত্রে জানা যাচ্ছে, এবার জমির দলিলের সাথেও আধার কার্ড লিংক করাতে হবে। বিশেষত জমি সংক্রান্ত হিসেবের সঠিক তথ্য জানার জন্য এই লিংক করানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ভুয়ো সম্পত্তি এবং আয়কর ফাঁকি দেওয়া আটকাতে এই লিংক করতে হবে।
পশ্চিমবঙ্গে এই দুটি নথি লিঙ্কের (Aadhaar Link) কাজ কবে শুরু হবে, তা জানতে হলে চোখ রাখতে হবে এই ওয়েবসাইটে। এছাড়া অন্যান্য খবরের নতুন আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।