Bandhan Bank Loan Apply – লোন দিচ্ছে বন্ধন, জেনে নিন সব তথ্য।
আপনার কি বন্ধন ব্যাংকে একাউন্ট আছে? কিম্বা লোন (Bandhan Bank Loan Apply) নিতে চান? নাকি লোন নিয়েছেন? বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য বিরাট খবর। জানতে হলে পুরো প্রতিবেদন পড়ুন।
পুঁজির অভাবে অনেকেই নিজের বাড়ি, গাড়ি বা ব্যবসার স্বপ্ন পূরণ করতে পারেন না। তাদের জন্যই বিশেষ সুযোগ নিয়ে এলো বন্ধন ব্যাংক। সারাদিন কর্মব্যাস্ত জীবন কাটানোর পরেও কখনো আমাদের চাহিদা মেটাতে মাসিক আয় কম পড়ে যায় এবং এই ঘাটতি মেটাতে আমাদের লোন বা ঋণ (Bandhan Bank Loan Apply) নেয়ার কথা ভাবতে লাগে।
বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) বিগত কয়েক বৎসর থেকে অস্বচ্ছল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ঋণ নিতে সাহায্য করছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ব্যাঙ্ক ঋণের বা লোনের অনেক স্কিম নিয়ে এসেছে। তাছাড়া অন্য কোনো ঋণ (Bandhan Bank Loan Apply) থাকলেও বন্ধন ব্যাঙ্কে স্থানান্তর করা যায়।
বন্ধন ব্যাঙ্ক ব্যক্তিগত ঋনের কিছু তথ্য
15.90% সুদের হারে ঋণের পরিমান যদি ₹1,00,000 লক্ষ – ₹5,00,000 লক্ষ টাকা হয় এবং ঋণের মেয়াদ 12 থেকে 36 মাস পর্যন্ত হলে প্রসেসিং ফিস লাগে মোট লোনের পরিমানের 1% + GST।
বন্ধন ব্যাঙ্কে ব্যাক্তিগত ঋণ নিতে কি-কি নথির প্রয়োজন?
বন্ধন ব্যাঙ্ক থেকে ব্যাক্তিগত ঋণ নিতে নিম্নলিখিতো নথির প্রয়োজন পড়বে:
১. সম্পূর্ণ ভর্তি করা নিজস্ব সাক্ষর থাকা ঋণের আবেদন পত্র।
২. পরিচয় পত্র: পাসপোর্ট/ভোটার কার্ড/প্যান কার্ড/আঁধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স।
৩. বাসস্থানের প্রমান: পাসপোর্ট/ভোটার কার্ড/প্যান কার্ড/আঁধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স।
৪. পাসপোর্ট সাইজ ছবি।
৫. বেতনভোগীদের জন্য বিগত 3 বৎসরের বেতনের রশিদ এবং 1 বৎসরের জন্য ফর্ম-১৬।
৬. স্বনির্ভরশীলদের জন্য বিগত 2 বৎসরের আয়কর ফেরত মোট আয়ের উপর, লাভ ও লোকসানের খাতা।
(Bandhan Bank Loan Apply)
বন্ধন ব্যাঙ্ক ঋণ নেয়ার যোগ্যতা
১. বয়স 23 বৎসর থেকে 65 বৎসরের মধ্যে হতে লাগবে।
২. বেতনভোগী বা স্বনির্ভরশীল হতে লাগবে।
৩. ভারতীয় নাগরিক হতে হবে।
বন্ধন ব্যাঙ্ক ঋণ নিতে সুদ ও প্রসেসিং ফি কত লাগবে?
বন্ধন ব্যাঙ্ক মোট ঋণের উপর বাৎসরিক 8.75% থেকে বাৎসরিক 12% অব্দি সুদ দিতে লাগবে
প্রসেসিং ফিস:
মোট ঋণের 1% অথবা 5000 টাকা যা মান্য হবে এবং সঙ্গে GST. (Bandhan Bank Loan Apply)
সর্বোচ্চ মেয়াদ:
বন্ধন ব্যাঙ্ক ঋণ সুদের মেয়াদ 15 বৎসর অব্দি পেয়ে যাবে।
বন্ধন ব্যাঙ্ক গ্রাহক সেবা (Bandhan Bank Customer Care Number)
ফোন: গ্রাহক সেবা কেন্দ্র হেল্পলাইন নাম্বার হলো 1800-258-8181
ই-মেইল: গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করার ই-মেইল এড্রেস হলো [email protected]
এছাড়া কোম্পানি তেও চিঠি লিখতে পারবে। ঠিকানা হলো – DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091
Written By- Mukta Barai.
Lone
Yes
Loon chi
Loon chi hlap me sir
Sir kona
Sir plz
500000 Loan chai
Ha chi
50000