Ankush to Sandy Saha

বছরখানেক আগে স্যাণ্ডি সাহার বন্ধু বং গাই বা কিরন দত্ত আর অঙ্কুশ এর মধ্যে স্যোসাল মিডিয়ায় একবার বাকবিতণ্ডা হয়েছিল। আর বছর ঘুরতেই এবার স্যাণ্ডি সাহা আর অঙ্কুশ এর মধ্যে স্যোসাল মিডিয়ায় বাকবিতণ্ডা শুরু হল। নেগেটিভ পাবলিসিটিতে স্যাণ্ডি সাহার জনপ্রিয়তা এখন তুঙ্গে। জোশ টকে নিজের জীবন কাহিনি বলে আরও শীর্ষে উঠেছেন। সোশ্যাল মিডিয়া সেনসেশন ও বিতর্কিত স্যান্ডি সাহা এবং টলিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ হাজরার মধ্যে ছত্রিশের আখড়া চলছে। স্যান্ডি সাহা এখন জনপ্রিয়তার তুঙ্গে। টলিউড তারকাদের মধ্যেও তিনি বেশ পরিচিত মুখ। অনেক অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের প্রতিক্রিয়া দেন স্যান্ডি, তবে তা পুরোটাই মজার ছলে। হয়তো তাদের ঝগড়াটাও পাবলিসিটির একটা অঙ্গ, কে বলতে পারবে?

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment