উৎসবের শুরুতেই দেশের বহু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, কি প্রভাব পড়ছে দেশবাসীর উপর, দেখুন Breaking News India.
পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে (India) বড়সড় পরিবর্তন হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক, কি কি নিয়মের বদল ঘটছে। এই নিয়ম গুলো না জানলে একাধিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
শুরু হয়েছে দুর্গোৎসব। আপামর বাঙালি বছরে এই উৎসবের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। দুর্গা পুজোর এই দিনগুলোতে পরম আনন্দে মেতে ওঠেন সকলেই। আগামীকাল থেকেই দেশের 10 টি ক্ষেত্রে বৃহৎ পরিবর্তন হতে চলেছে। উৎসবের মরশুমের শুরুতেই এই পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে শুরু করে বিনামূল্যের বিদ্যুৎ পরিষেবা এবং আরো আর্থিক ক্ষেত্রে বদল ঘটতে চলেছে। এবার দেখে নেওয়া যাক সেই পরিবর্তনগুলি।
India Credit এবং Debit Card-এর নিয়ম পরিবর্তন:
RBI জানাচ্ছে, 1 অক্টোবর থেকে টোকেনাইজেশন সিস্টেমে পরিবর্তনের পর থেকে কার্ডধারীরা পেমেন্ট করার ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা পাবেন। এবার থেকে কার্ডে পেমেন্ট করতে হলে একটি টোকেনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইন জালিয়াতি রোখার জন্যই এই পরিবর্তন বলে জানানো হয়েছে।
India GRAP এবং শীতের সময় দিল্লির সরকারের পরিকল্পনা:
সামনেই শীতকাল। India তথা বিশেষ করে দিল্লিতে সেই সময় বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) তৈরি করা হচ্ছে। দিল্লিতে ট্রাকের প্রবেশ বন্ধ করা হবে। শিল্প কারখানাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। GRAP পরিকল্পনায় দূষণ বাড়তে পারে এরকম সমস্ত কাজ নিষিদ্ধ করা হয়েছে।
বিনামূল্যের বিদ্যুৎ বন্ধ:
দিল্লির কেজরিওয়ালের সরকার যে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছিলেন সেই সুবিধা বন্ধ হতে চলেছে। 30 সেপ্টেম্বরের পর থেকে কেউ আর ফ্রি বিদ্যুৎ পাবেন না।
Mutual Fund-এর পরিবর্তন:
Indian Mutual Fund-এ বিনিয়োগ করে থাকলে স্টকের উপর মনোনয়নের বিস্তারিত বিবরণ দিতে হবে।
রাজ্যের স্কুলে পুজোর ছুটির মেয়াদ বাড়লো, সাথে বিভ্রান্তি শিক্ষক মহলে, তাহলে কবে খুলবে স্কুল?
অটল পেনশন যোজনায় পরিবর্তন:
কেউ যদি আয়করের আওতায় আসেন তাহলে আর এবার থেকে তিনি এই যোজনার সুবিধা পাবেন না। কোনো করদাতা 1 অক্টোবর 2022 থেকে অটল পেনশন যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। যদি তার নাম নথিভুক্ত থাকে তাহলে তাকে টাকা ফেরত দেওয়া হবে।
DMAT Account-এর পরিবর্তন:
National Stock Exchange-এর সিদ্ধান্ত অনুযায়ী, ডিম্যাট অ্যাকাউন্টে 30 সেপ্টেম্বরের মধ্যে Dual Factor Authentication করতে হবে।
গাড়ির দাম বৃদ্ধি:
এবার থেকে অটো কোম্পানি ভক্সওয়াগেনের গাড়ির দাম 2 শতাংশ বাড়তে চলেছে। তবে সব কোম্পানির গাড়ির দাম বাড়ছে না।
5G পরিষেবা চালু:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই সারা দেশের ১৩ টি শহরে এই 5G পরিষেবা শুরু হলো। কম খরচে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সারা দেশে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে।
সুদের হার (Interest) বৃদ্ধি:
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এবারে পাম্পে গেলেই মিলবে না পেট্রোল, ডিজেল। Petrol Diesel পেতে কি করতে হবে, জানুন।
বহু ট্রেনের India Time Table Change:
একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তন করেছে ভারতীয় রেলওয়ে। কোন কোন ট্রেনের সময় পরিবর্তন হয়েছে সেটা দেখে নেওয়া যাক।
12172 হরিদ্বার – লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস 17.30 এর পরিবর্তে 17.20 তে ছাড়বে।
ট্রেন নম্বর 22918 হরিদ্দার – বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস 17.30 এর পরিবর্তে এবার থেকে 10 মিনিট আগে 17.20 তে ছাড়বে।
ট্রেন নম্বর 12912 হরিদ্বার- ভালসাদ এক্সপ্রেস 17.30 পরিবর্তে 17.20তে ছাড়বে।
15002 দেরাদুন – মুজাফফরপুর এক্সপ্রেস 15.20-র পরিবর্তে 15.15তে ছাড়বে।
12018 দেরাদুন – নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস 16.55তে ছাড়বে।
12412 অমৃতসর – চন্ডীগড় ইন্টারসিটি 17.20র পরিবর্তে 17.05 মিনিটে ছাড়বে।
Written by Rajib Ghosh.