কর্মীদের কাজের সাথে সাথে কর্মবিরতির ও প্রয়োজন আছে। আর সেই কারনে অনেক সেক্টরে দুদিন ছুটি দেওয়া হয়। তবে জরুরী বিভাগে সাধারনত দুদিন ছুটি থাকে না। এতদিন ব্যাঙ্কিং সেক্টর মাসের প্রতি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকতো। এবার নতুন ঘোষণা সরকারের।
প্রতি সপ্তাহে শনিবার ছুটি দেবার কথা ভাবছে ব্যাঙ্ক।
রবিবার সহ মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহের শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সূত্রের খবর, দেশ জুড়ে প্রতিটি ব্যাঙ্কে বাড়তে চলেছে ছুটির সংখ্যা। এ বার থেকে সপ্তাহে পাঁচ দিন চালু থাকবে ব্যাঙ্ক, ভাবনাচিন্তা চলছে এমনটাই। বিষয়টি চূড়ান্ত হলে প্রতি সপ্তাহেই সোম থেকে শুক্র, এই পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকবে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার থাকবে ছুটি। ওই সূত্র মারফত জানা গিয়েছে, প্রস্তাবটি নীতিগত ভাবে মেনে নিয়েছে ভারতীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংগঠন আইবিএ।
আইবিএ এর প্রস্তাব, মাসে (চার সপ্তাহের মধ্যে) অতিরিক্ত দু’দিন বন্ধ থাকায় যে ক’ঘণ্টা কাজ কমছে, তা বাকি দিনগুলিতে অতিরিক্ত সময় কাজ করে ম্যানেজ দিতে হবে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের। গ্রাহকেরা এখন মাসে যত ঘণ্টা পরিষেবা পান, তা পাঁচ দিনের সপ্তাহ চালু হলেও যেন কমে না যায়, এই বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে। এ নিয়েই চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা।
ডিসেম্বরে ব্যাংক বন্ধ থাকবে দিনের পর দিন, সমস্যায় গ্রাহকেরা।
সূত্র জানিয়েছে, ছুটি নিয়ে চলতি বছরেরমধ্যে শীঘ্রই সিদ্ধান্ত নেবে আইবিএ এবং কর্মী-অফিসারদের ইউনিয়নগুলি। প্রস্তাবিত এই নতুন ছুটির নিয়ম রাষ্ট্রায়ত্ত ছাড়াও বেসরকারি এবং বিদেশি সকল ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখন থেকে দুদিন ছুটি থাকবে সমস্ত ব্যাংক। এবার সরকারী অর্ডার বেরলেই নতুন বিধি কার্জকর হবে। তবে কাজের সময় কমছেনা। অর্থাৎ আগে সপ্তাহে যত ঘন্টা কাজ করতে হতো, এখনও তাই থাকবে।
ব্যাংক জালিয়াতির নতুন ফাঁদ, নিমেষেই ফাঁকা হবে ব্যাংক একাউন্ট, সতর্ক করলো RBI.
প্রসঙ্গত, বহুদিন ধরেই ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন ছুটির দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, এখন এটিএম এবং নেট ব্যাঙ্কিং হয়ে যাওয়ায় টাকা তোলা এবং জমা দেওয়ার পাশাপাশি আরও অনেক কাজই সারা যায় সহজে। তাই পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকলে গ্রাহকের অসুবিধা হবে না।
এই প্রসঙ্গে, কর্মী সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের বলেন, “প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলার দাবি নীতিগত ভাবে আইবিএ মেনে নিয়েছে। দু’দিন ছুটি বাড়ায় ১৩ ঘণ্টা কাজ কম হওয়ার কথা। কর্মী-অফিসারদের সেই ঘাটতি পুষিয়ে দিতে হবে। দেখা গিয়েছে, দৈনিক বাড়তি ৩০ মিনিট কাজ করতে হবে সকলকে। আমরা রাজি। আইবিএ এবং ইউনিয়নগুলির কথা চলছে। আশা করছি খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’’
ব্যাঙ্ক অফিসারদের ইউনিয়ন আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ও জানান, ‘‘গ্রাহকেরা যাতে কোনও ভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে দিনে অতিরিক্ত ৩০ মিনিট কাজের নিয়ম হচ্ছে। সে ক্ষেত্রে গ্রাহক ৬ ঘণ্টা ৪৫ মিনিট পরিষেবা পাবেন। আমাদের প্রস্তাব ব্যাঙ্কের কাজ শুরু হোক ১৫ মিনিটে আগে। অর্থাৎ সকাল ৯ টা ৪৫ থেকে। দিনের শেষেও বাড়ুক ১৫ মিনিট। মানে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত। তবে অফিসারেরা এমনিতেই প্রায় প্রতি দিন বাড়তি সময় কাজ করেন।’’
Written by Antara Banerjee.