Advertisement
All Bank FD Interest Rates May 2022
Advertisement

FD Interest Rates – বিভিন্ন ব্যাংকে সুদের হার পরিবর্তিত হলো, দেখুন নতুন লিস্ট।

অতিমারী আবহের পর, দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ, (FD Interest Rates) যখন পেট্রলের সেঞ্চুরী হাঁকানোর পর এবার পাল্লা দিয়ে ডলার ও আশি ছুঁই ছুঁই, যখন গ্যাসের দাম হাজার টাকা, মার্কেটে দ্রব্য মুল্য ছ্যাকা দিচ্ছে, বাজারে চাকরী নেই, তখন ব্যাংকে সুদের হার কিছুটা বাড়িয়ে সেই খতে প্রলেপ দেওয়ার চেষ্টা RBI এর তরফ থেকে। কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? আসুন বিভিন্ন ব্যাংকের সুদের হার দেখে নেওয়া যাক।

Advertisement

দেশের সাধারণ মানুষের নিত্য দিনের জীবন যন্ত্রণা কমার কোনো লক্ষনই দেখা যাচ্ছে না। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে অন্যদিকে বিভিন্ন কারণে ব‍্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের উপর সুদের হার বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট বাড়িয়েছে। এরপরে একাধিক ব্যাঙ্কের পক্ষ থেকে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে (FD Interest Rates). এই মুহূর্তে কোন কোন Bank তাদের সুদের হার বাড়িয়েছে সেটা দেখে নেওয়া যাক-

Advertisement

Jio Recharge Offers – এক ধাক্কায় কাস্টোমার তলানিতে, তাই ঘুরে দাড়াতে নয়া প্লানের চমক দিলো

HDFC Bank
এই বেসরকারি ব্যাঙ্কটি গৃহঋণে সুদের হার 0.3% বাড়িয়েছে। সোমবার 9 মে থেকে এই সুদের হার কার্যকর করা হয়েছে। ফলে এই দিন থেকেই বাড়তি সুদ সহ টাকা গুনতে হবে গ্রাহকদের।
FD Interest Rates

Indian Bank
এই ব্যাঙ্কের আগে যে সুদের হার ছিল 4% সেটাই এবার বাড়িয়ে 4.4% করা হয়েছে। Indian Bank-এর নতুন গ্রাহকদের জন্য সোমবার 9 মে থেকেই সংশোধিত সুদের হার কার্যকর হচ্ছে। তবে বর্তমান গ্রাহকদের জন্য আগামী 1 জুন থেকে নতুন সুদের হার কার্যকর করা হবে।

Advertisement

ICICI Bank
এই বেসরকারি ব্যাঙ্টিক External Benchmark Landing Rate বাড়িয়ে 8.1 শতাংশ করেছে। যার ফলে গৃহঋণ এবং গাড়ির ঋণের উপর সুদের হার বেড়ে গিয়েছে। এই ব্যাঙ্ক গত 4 মে থেকেই নতুন সুদের হার কার্যকর করেছে। FD Interest Rates
Punjab National Bank
এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি তাদের রেপো সংক্রান্ত সুদের হার 0.4% করেছে। এই হার 1 জুন থেকে কার্যকর হবে। এর সঙ্গেই গত শনিবার থেকে বেশ কয়েকটি Term Deposit- এর ক্ষেত্রে সুদের হার 0.6 শতাংশ বাড়ানো হয়েছে।

ষ্টেট ব্যাংকের গ্রাহকদের রাজার কপাল, রেকর্ড হারে সুদ বৃদ্ধি

Bandhan Bank
এই ব্যাঙ্কের 2 কোটি টাকার নিচে যে সমস্ত ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে সুদের হার 0.5 শতাংশ বাড়ানো হয়েছে। যেটা এক বা দুই বছরের মধ্যেই ম্যাচিওরড হয়ে যাবে।
Kotak Mahendra Bank
2 কোটি টাকার নিচে ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। 6 মে থেকে কার্যকর করা হচ্ছে। রিটেল গ্রাহকদের জন্য বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছে। FD Interest Rates

EK24 News

Bank of Baroda
এই ব্যাঙ্ক নতুন সুদের হার 5 মে থেকে কার্যকর করছে। External Benchmark Landing Rate-এর হার বাড়িয়ে 6.9 শতাংশ করা হয়েছে।
Jana Small Finance Bank
নতুন সুদের হার 5 মে থেকে কার্যকর হয়েছে। ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার 0.25 শতাংশ পরিবর্তন হয়েছে।

Advertisement

এই স্বল্প পরিমানের সুদের হার (FD Interest Rates) বাড়ানোয় কতটা লাভ হবে গ্রাহকের? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনও মতামত থাকলে সেটাও কমেন্ট করবেন।
Written by Rajib Ghosh

 পুরনো 5 টাকার এই নোটের দাম ৩০ হাজার টাকা, অনলাইনে কোথায় বেচবেন দেখুন।

NPS Vs PPF – পাবলিক প্রভিডেন্ট ফান্ড, না ন্যাশনাল পেনশন সিস্টেম কোনটিতে বেশি লাভ,

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement