Advertisement
Agniveer Notification 2022
Advertisement

Agniveer Notification 2022 PDF – ‘অগ্নিবীর’ নিয়োগের প্রথম নোটিফিকেশন জারি, সুখবর ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য

সম্প্রতি দেশের সেনাবাহিনীতে নিয়োগের জন্য নতুন স্কিম (Agniveer Notification 2022) এনেছে কেন্দ্র সরকার। এরফলে সকল ভারতীয় ছেলেমেয়েরা চার বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। এই পদে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। আসুন তবে জেনে নেই কিভাবে আবেদন করবেন কি কি পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।

Advertisement

সমস্ত পদের নামসহ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে
Agniveer Notification 2022 PDF
Agniveer জেনারেল ডেপুটি ( All Arms )
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সঙ্গে প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে।

Advertisement

Agniveer টেক (Tech)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশ করলেই আবেদন করা যাবে। তবে উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক আর ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

Advertisement

Agniveer Notification 2022
Agniveer Tech (Avn & Amn Examiner )
শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

Agniveer ক্লার্ক Clerk / Store Keeper Technical (All Arms )
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে যেকোনো বিভাগে নূন্যতম ৬০ শতাংশ নম্বরসহ পাশ করলেই আবেদন করা যাবে। (Agniveer Notification 2022)

Agniveer Tradesmen ট্রেডসমেন ( All Arms )
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
Agniveer (All Arms)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে।
প্রার্থীদের বয়স:
ছেলে বা মেয়ে যারাই আবেদন করবেন সমস্ত পদের জন্য বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

EK24 News

বেতন:
‘অগ্নিবীর’ দের মাসিক বেতনের 30 শতাংশ জমা থাকবে, সমপরিমাণ টাকা সরকারও দেবে। চার বছর পর কর্মজীবন শেষে সেই নগদ টাকা হাতে আসবে। প্রথম বছর মাসিক বেতন ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসিক ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসিক ৩৬,০০০/- টাকা। ও চতুর্থ বছর মাসিক ৪০,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। চার বছরের চুক্তি কালীন নিয়োগের কোন ‘অগ্নিবীর’ ইচ্ছে মত মাঝপথে বেরিয়ে যেতে পারবেন না। (Agniveer Notification 2022)

Advertisement

ফিজিক্যাল টেস্ট:
সেনাবাহিনীতে যেই নিয়মে উচ্চতা ও ওজন নির্ধারিত হয় সেভাবেই এই ক্ষেত্রেও হবে।
ফিজিক্যাল টেস্ট দুটি দলে ভাগ করে নেওয়া হবে।
Agniveer Notification 2022.

দল A:
আবেদনকারীদের ৫ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় শেষ করলে ৬০ নম্বর দেওয়া হবে। এবং ১০ টি পুল আপস্ এর জন্য বাকি ৪০ নম্বর বরাদ্দ থাকবে।
দল B:
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করলে তার জন্য ৪৮ নম্বর দেওয়া হবে। আর পুল আপস্ -এর ক্ষেত্রে ৯ টি করলে ৩৩, ৮ টি করলে ২৭, ৭টির জন্য ২১ ও ৬ টি করতে পারলে ১৬ নম্বর দেওয়া হবে।
Agniveer Notification 2022.

 দিনে মাত্র 30 টাকা জমিয়ে, পান 4 লাখ টাকা, বাম্পার পলিসি এলআইসির।

ফিজিক্যাল টেস্টে পাশ করতে পারলে পরে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
আবেদন করতে গেলে যে যে নথি লাগবে সেগুলো হল-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
Agniveer Notification 2022.

Advertisement

৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৫) রিজিওনাল সার্টিফিকেট।
৬) স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট।
৭) ক্যারেক্টার সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা
মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে
হবে)

প্রকাশিত হল অগ্নিপথ প্রকল্প নিয়ে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

৮) অবিবাহিত সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস বা
মিউনিসিপাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে
হবে)
৯) রিলেশনশিপ সার্টিফিকেট।
১০) এন সি সি সার্টিফিকেট (যদি থাকে)।
১১) স্পোর্ট সার্টিফিকেট (যদি থাকে)।
১২) ২০ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন পদ্ধতি:
অনলাইনে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। প্রথম ব্যাচের প্রশিক্ষণ 30 ডিসেম্বরের মধ্যে শুরু পরিকল্পনা রয়েছে। তাই যত শীঘ্র সম্ভব আবেদন প্রক্রিয়া শুরু করার ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, এই পদ স্থায়ীকরন অথবা চাকরী শেষের পর অন্য চাকরীতে যোগদান করার সুযোগ দেওয়া হতে পারে। পরবর্তী আপডেট পেতে EK24 News এর সঙ্গে থাকুন।
Written by Rupa Dutta.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement