Advertisement
Adani Grand Comeback (লাভের মুখে গৌতম আদানি)
Advertisement

শেয়ার বাজারে ভয়াবহ পতন হয়েছে আদানি গ্রুপের। অর্থনৈতিক ইস্যু (Adani Grand Comeback) এখন রাজনৈতিক ইস্যু হয়ে দাড়িয়েছে। আদানীকে লোন দেওয়ায় কেন্দ্র সরকার কে ধুয়ে দিচ্ছে বিরোধীরা। আর পর পর কয়েকদিন শেয়ার পতন অব্যাহত থেকেছে। মার্কিন বাজার গবেষণা সংস্থা Hindenburg এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ার পতন শুরু হয়েছিল। পাশাপাশি সেই সমস্ত কোম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। Hindenburg এর তরফে আদানির ব্যবসার হিসেবে জালিয়াতির অভিযোগ করা হয়েছে।

Advertisement

আদানির তরফে বিবৃতি দেওয়া হলেও শেয়ার পতন আটকানো যায়নি। আর এর ফলে দেশবাসীর মনের মধ্যেও আশঙ্কা তৈরি হয়েছে। তার কারণ এলআইসি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মত একাধিক আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে আদানি গ্রুপে। যদিও LIC এবং SBI- এর তরফে চিন্তার কারণ নেই বলে দেশবাসীর উদ্দেশ্যে আশ্বস্ত করা হয়েছে। তবে এত কিছুর মধ্যেও আশার আলো দেখছে যাকে কার্যত Adani Grand Comeback মনে করছে ইকোনমিক টাইমস ইন্ডিয়া টাইমস এর এক বিশেষ প্রতিবেদন।

Advertisement

Adani Grand Comeback:

গতকাল ইকোনোমিক টাইমস এর একটি রিপোর্ট বলছে, ২০২২- ২৩ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে আদানি ট্রান্সমিশন ভালো রেজাল্ট করেছে।
গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৭৩ শতাংশ মুনাফা বেড়েছে আদানি ট্রান্সমিশনের Adani Transmission আগের বছর যেখানে ২৮৩.৭৫ কোটি টাকা মুনাফা ছিল সেখানে এবার ৪৭৮.১৫ কোটি টাকায় পৌঁছেছে।

Advertisement

আদানি গ্রুপ জানিয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা ৪.৪ শতাংশ বেড়েছে। ফলে বন্টনের কারণে লোকসান কমেছে ৫.৬ শতাংশ। আদানি ট্রান্সমিশনের এমডি জানিয়েছেন, সংস্থা উন্নতির দিকে এগিয়ে (Adani Grand Comeback) চলেছে। আদানি ট্রান্সমিশনের উপস্থিতি রয়েছে ১৩টি রাজ্যে। এর মোট ১৮ হাজার ৭৯৫ CKM Network রয়েছে যার মধ্যে ১৫ হাজার ৩৭১ CKM চালু আছে।

তবে শেয়ার বাজারের পতন বেশ কয়েকদিন ধরে একটানা চললেও সপ্তাহের প্রথম দিন সোমবারে আদানি পোর্ট ৯ শতাংশের উপরে উঠেছে (Adani Grand Comeback). তবে অন্যান্য আদানি গ্রুপের স্টকে একইভাবে পতন রয়েছে। উত্থান দেখা যায়নি।
আদানি পোর্ট ৯ শতাংশের ওপরে স্টক ক্লোজ করেছে। দিনের শেষে ৫৪৫.৪৫ টাকায় গিয়ে থামে। তবে একইভাবে আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রীন, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি উইলমারেও একইভাবে শেয়ার পতন অব্যাহত থেকেছে। যদিও খারাপ সময়টা রিকোভার করার জন্য ইতি মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে (Adani Grand Comeback) নেমে পড়েছে বিশেষজ্ঞেরা।

EK24 News

পোষ্ট অফিসে মাত্র 1 হাজার টাকা জমিয়ে হাতে পান 1 লাখ টাকা.

শেষ ৪৮ ঘন্টায় আদানীর মাস্টারস্ট্রোকঃ
আদানী গ্রুপ ঘোষণা করে শেয়ারের বিনিময়ে তারা যে লোন নিয়েছে, সেটি নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করে দেবে। অর্থাৎ যে সময়সীমা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিলো তা এবছর মার্চের মধ্যে পরিশোধ করবে। আর এই ঘোষণার পরই শেয়ার মার্কেট তরতরিয়ে ৯ পয়েন্ট অব্দি বেড়ে যায়। এরপর আজ বিশ্বের ধনী ২০ ব্যাক্তির নাম প্রকাশিত হয়, যাতে ১৭ তম ধনী ব্যাক্তি হিসেবে গৌতম আদানীর নাম আসে। ফলে কার্যত ফের রাজার মতো কাম ব্যাক করার সম্ভাবনা তৈরী হলো।

Advertisement

জীবনে একবার এইভাবে লটারি কেটে দেখুন, কোটি টাকা ঘরে আসবে।

এদিকে আদানি ট্রান্সমিশনের রাজস্ব তৃতীয় ত্রৈমাসিকে ১৫.৮% বেড়েছে। কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সঞ্চালন লাইন চালু হওয়ায় কোম্পানির রাজস্ব বেড়েছে। তৃতীয় ত্রৈমাসিকে নগদ মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৯৫৫ কোটি টাকা হয়েছে। এবার এটাই দেখার কোম্পানী সত্যিই ঘুড়ে দাঁড়ায় কিনা? কারন এতে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। দেখের একটি অর্থনৈতিক ধাক্কা এলে ভুমিকম্পের মতো পর পর আরও কয়েকটি আফটার ইফেক্ট আসে। এই বিষয়ে আপনার মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.

মাত্র 200 টাকা জমিয়ে প্রতিমাসে পান 3000 টাকা, সুযোগ সীমিত সময়ের জন্য।

Advertisement
Advertisement
One thought on “Adani Grand Comeback – রাজার মতো ঘুরে দাঁড়ালো আদানি, জনগণের দু:শ্চিন্তার অবসান, 3 দিনেই 478 কোটি টাকা লাভ।”
  1. How, those Industrialists getting huge loan, using hard earned money of middle class people? That unruly act made us in sandwiched state! This should be stopped. Also, they should pay Tax properly & their slab should be at least 35%, to give relief middle class. Their Tax slab can’t remain same (i.e.30%) with middle class, due to huge income per month & annum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement