Actress Nusrat Jahan Glowing

 হাজারও বিতর্ক, নেতিবাচক তির্যক মন্তব্যের বাণকে দূরে সরিয়ে মাতৃত্বের গোলাপি মধুর আভা নুসরতের চেহারায়। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে অভিনেত্রী। খুদে অতিথির আগমনে আর দিন কয়েকের অপেক্ষা। প্রেগনেন্সি গ্লোয়ে আরও অপরূপা হয়ে উঠেছেন অভিনেত্রী। সূত্রের খবর, সপ্তাহ খানেকের মধ্যেই সুসংবাদ পেতে পারে টলিউড।হবু মা নুসরতের দিনলিপির প্রতিফলন মেলে তাঁর ইনস্টা অ্যাকাউন্টে। তাঁর লেটেস্ট ইনস্টা রিলে ধরা পড়ল অন্তঃসত্ত্বা Nusrat Jahan-এর Chill Time। গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে কেমন এনজয় করছেন অভিনেত্রী তার ঝলকও দেখা গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে। কখনও যশের পোষ্যকে নিয়ে তাঁর খুনসুটি, কখনও বৃষ্টিমুখর মনকেমনের দিনে লংড্রাইভ, কখনও মাঝরাতের ফুড ক্রেভিং স্পেশাল ফ্লেভারের আইসক্রিম। সেই ছবি দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার কথা জানালেও, কে রাখছে নুসরতের এমন যত্ন সে প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী। তবে আইসক্রিমের পোস্টের দিনকতক পরে বৃষ্টিভেজা শহরের রাজপথের এক দৃশ্য চিনিয়ে দেয় অন্তঃসত্ত্বা অভিনেত্রীর খেয়াল রাখা বিশেষ বন্ধুকে। তবে সবথেকে চর্চিত প্রশ্নের কোনও উত্তর বা ইঙ্গিত কোনটাই দেননি অভিনেত্রী নুসরত। নিখিল জৈনের সঙ্গে বিয়ের ছয় মাসের মধ্যে ছাড়াছাড়ি ও তার পরপরই নুসরতের মা হওয়ার খবর চমকে দিয়েছিল অনেককেই। সন্তানের পিতৃপরিচয় নিয়ে ভাবিত নেটিজেনদের ডিজিটাল সার্ভিল্যান্সে যদিও ধরা পড়েছে যশের সঙ্গে তাঁর একসঙ্গে থাকার সম্ভাবনাই। নিখিল জৈনকে ছেড়ে চলে আসার পর থেকেই তাঁর ও অভিনেতা যশের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। কিন্তু, তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্য মুখ খোলেননি যশ-নুসরতের কেউই।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment