দেশবাসীর জন্য নতুন সুখবর! নতুন আধার কার্ড (Aadhaar Card) এবার থেকে আপনার বাড়িতে এসে তৈরি করে দেবে! অর্থাৎ তৈরি করে ফেলতে পারবেন নতুন আধার বাড়িতে বসেই। আধার কার্ড যাদের নেই, তাদের আর ছুটে যেতে হবে না আধার পরিষেবা কেন্দ্র বা CSC-তে। দেশজুড়ে এই পরিষেবা চালু করেছে সম্প্রতি UIDAI কর্তৃপক্ষ। কিন্তু সকলে সুযোগ পাবে এই পরিষেবায়, সেটা কিন্তু নয়। এই পরিষেবা চালু করা হয়েছে, শারীরিক অক্ষমতা বা বয়স জনিত কারণে বাড়ির বাইরে বেরিয়ে অর্থের বিনিময়ে যাদের পক্ষে আধার পরিষেবা কেন্দ্র বা সিএসসিতে গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব নয় কেবলমাত্র তাঁদের জন্যই।
কিছুটা হলেও খরচ সাপেক্ষ বাড়িতে এসে আধার কার্ড (Aadhaar Card) তৈরির বিষয়টি। প্রথমে বিভিন্ন নথি আধার কর্তৃপক্ষকে মেল করতে হবে আপনার শারীরিক অক্ষমতা ও বয়সজনিত বিষয়ের সাপেক্ষে। তারপর একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে তারা আপনাকে। এরপর, নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে আপনার আধার কার্ড তৈরি করে দেবে সেই তারিখে আপনার বাড়িতে এসে। চলুন জেনে নেওয়া যাক আপনাকে বাড়িতে বসে আধার কার্ড পেতে গেলে, ঠিক কি কি কাজ করতে হবে।
Aadhaar Card Home Service Lunch by UIDAI
এই পরিষেবা চাইলেই যে কেউ নিতে পারবেন না, বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেওয়ার। তাঁরাই এই পরিষেবা পাওয়ার যোগ্য যারা কেবলমাত্র শারীরিক প্রতিবন্ধী ও বয়সজনিত সমস্যায় ভুগছেন।
এই পরিষেবা নিতে হলে আপনাকে ৭০০ টাকা খরচ করতে হবে।তবে যদি একই সময়ে একই পরিবারের একাধিক ব্যক্তি এই পরিষেবা একই ঠিকানায় নিতে চান তবে ৭০০ টাকাই দিতে হবে প্রথমজনের ক্ষেত্রে।বাকিদের ক্ষেত্রে ৩৫০ টাকা করে হবে সেই অঙ্কটা কমে।আগাম দিতে হবে না এই টাকা। যেদিন আধার কর্তৃপক্ষ আধার কার্ড (Aadhaar Card) তৈরি করে দিতে আপনার বাড়িতে আসবে সেদিনই এই টাকা দিতে হবে হাতে হাতে।তিনি তার বিনিময়ে রশিদ দেবেন আপনাকে।যদি গ্রাহকের কোনও সমস্যার জন্য এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন।
কিভাবে পাবেন এই সুবিধা
আপনাকে নিজের প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতা সংক্রান্ত নথি মানে বয়স্কদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র এবং চিকিৎসকের নির্ধারণ করা প্রতিবন্ধকতার পরিমাণ সংক্রান্ত কাগজপত্র আধার কর্তৃপক্ষকে আগে মেল করতে হবে এই পরিষেবা পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নির্ধারিত মেল আইডি হল- westbengal.helpdesk@uidai.net.in।
আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে আপনার পাঠানো নথি খতিয়ে দেখে ঠিক করা হবে যে বাড়িতে এসে আপনাকে পরিষেবা দেওয়া হবে কিনা আধার কার্ড (Aadhaar Card) করে দেওয়ার। আপনাকে বাড়িতে গিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে আপনি মেল করার ৭ দিনের মধ্যে। কোন সময়, কবে এই পরিষেবা আপনার বাড়িতে দেওয়া হবে তা আধার কর্তৃপক্ষ আগাম জানিয়ে দেবে। তবে আপনি চাইলে গোটা বিষয়টি স্থগিত করতে বা ক্যান্সেল করতে পারবেন নির্দিষ্ট দিন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের দিনের ৪৮ ঘণ্ট আগে। সে ক্ষেত্রে দিতে হবে না কোনও টাকা।
অবশ্যই পড়ুন » LIC Jeevan Shanti Plan – মাসে মাসে অল্প কিছু টাকা জমিয়ে, প্রতিমাসে 12,000 টাকা পাবেন সারাজীবন।