7th Pay Commission 3% DA – পুজোর মৌসুমেই কেন্দ্র ও একাধিক রাজ্য সরকারী কর্মীদের জন্য ডিএ ঘোষণা

শুরু হয়ে গেল উৎসবের মৌসুম (7th Pay Commission 3% DA) । পুজোর খুশির সাথে আরো একটি খুশির খবর আসতে চলেছে। পুজোর মধ্যেই সরকারি কর্মচারীদের আরও এক দফায় ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) (Dearness Allowance) বা ডিয়ারনেস রিলিফের (ডিআর) (Dearness Relief) ঘোষণা করা হবে। এই কিস্তিতে কত শতাংশ ডিএ পাবেন, কবে থেকে পাবেন কোন কোন কর্মীরা পাবেন, শুধুই কি কেন্দ্রীয় কর্মীরা পাবেন নাকি অন্যান্য রাজ্যের কর্মীরাও পাবেন রইলো বিস্তারিত বিবরণ।

Advertisement

জল্পনা আগেই ছিল। আর সেই সল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত ভাবে এখন বলাই যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও এক দফায় ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) বা ডিয়ারনেস রিলিফের (ডিআর) ঘোষণা করা হচ্ছে (7th Pay Commission 3% DA)। আজকেই একটি সর্বভারতীয় অর্থনৈতিক সংবাদপত্রের প্রতিবেদনে (Financial and Business Newspaper) জানানো হয় উৎসবের মরশুমের মধ্যেই ২৮ শতাংশ থেকে ডিএ বেড়ে ৩১ শতাংশ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অর্থাৎ আরো 3% ডিএ (3% Dearness Allowance) বাড়ছে। তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারী কর্মীদেরই নয়, কেন্দ্রের সাথে সাথে 3% ডিএ ঘোষণা করার কথা ইতিমধ্যেই অগ্রীম জানিয়েছে একাধিক রাজ্য।

Advertisement

প্রসঙ্গত অতিমারীর সময়ে ডিএ ফ্রিজ করে দীর্ঘ প্রতীক্ষার পর কয়েক মাসে আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ডিআর বেড়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও। চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর দেওয়ার ঘোষণা করা হয়েছে। যা আগে ১৭ শতাংশ ছিল।

Must Read, কোন কোন দিন ছুটি থাকবে সরকারী অফিস, সরকারী কর্মীদের পুজোর ছুটি কোন কোন দিন

Advertisement

যদিও বিভিন্ন সংগঠনের দাবি, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন শতাংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বকেয়া ছিল। সবমিলিয়ে এবার ১১ শতাংশ বাড়ানো ডিএ ও ডিআর বাড়ানো হয়েছে। তবে একাংশের বক্তব্য, ডিএ বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এরিয়ার (বকেয়া) না দেওয়া হওয়ায় অসন্তোষও আছে। (7th Pay Commission 3% DA)

Advertisement

তবে কেন্দ্রের এই 3% ( (7th Pay Commission ) ডিএ আগামী জানুয়ারী থেকে কার্যকরী হবে। এবং যে সমস্ত কর্মীরা 7th pay Commission এর নিয়মে বেতন ও পেনশন পান তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কেন্দ্রের সাথে সাথে ডিএ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় হারে কিম্বা মুল্য বৃদ্ধি সূচক মেনে ডিএ না দেওয়ার অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গে।

Advertisement

গুগল প্লে স্টোরে আমাদের নিউজ অ্যাপ্লিকেশন ইন্সটল করুন ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment