মহার্ঘ ভাতা বা Dearness Allowance নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর এর মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Pay Commission DA Salary Hike) নিয়ে নতুন খবর পাওয়া গেল। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তাতে আনন্দে আত্মহারা হয়ে উঠতে পারেন সরকারি কর্মীরা।
কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএ (Pay Commission DA Salary Hike) মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেও আদালতের নির্দেশে অস্পষ্টতা রয়েছে বলে সরকারের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়। কিন্তু তারপরেও হাইকোর্ট সেই একই নির্দেশ বহাল রাখায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে।
6th Pay Commission:
আবার এদিকে আদালতের নির্দেশ (Pay Commission DA Salary Hike) কার্যকর না করায় অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের একাংশ। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আদালত অবমাননার মামলা হাইকোর্ট শুনতে পারবেনা।
সুপ্রিম কোর্টের ডিএ মামলার পরবর্তী শুনানের দিন ধার্য হয়েছে ১৪ই ডিসেম্বর। আর এর মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের ৭ শতাংশ DA বাড়ানো হতে পারে, এরকম খবর একাধিক মহলে শোনা যাচ্ছে। আর এই খবর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও এই খবরের ভিত্তি নেই বলে জানিয়েছেন কর্মীদের একাংশ। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এবং এই সময়ের প্রতিবেদন যথেষ্ট বার্তাবহ।
সত্যিই কি রাজ্য সরকারি কর্মচারীদের DA ৭% পর্যন্ত বাড়ানো হতে পারে?
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে নবান্নের অর্থ দপ্তরে তাদের কোনো এক পদাধিকারী গিয়েছিলেন। সেই মহলে কানাঘুষো চলছে, কর্মচারীদের ৭ শতাংশ DA দিতে গেলে কত টাকা খরচ হতে পারে, সেই বিষয়ে তথ্য উপর মহল থেকে জানতে চাওয়া হয়েছে।
যদিও পুরো এই খবরটি জল্পনার আকারে শোনা যাচ্ছে। এর স্বপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। রাজ্য সরকারের তরফেও এই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে চর্চা শুরু হয়েছে। তাহলে কি নতুন বছরে ৭ শতাংশ (Pay Commission DA Salary Hike) বাড়তে পারে?
এবার ডিমের দাম রেকর্ড ভাঙবে, গরিব মানুষ খাবে কি, হুশ নেই কারোর।
যদি এই জল্পনা সত্যি হয় তাহলে সরকারি কর্মচারীদের DA-র পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। কিন্তু যেখানে সরকারের তরফে সুপ্রিম কোর্টে SLP দাখিল করা হয়েছিল সেই (Pay Commission DA Salary Hike) মামলার কোনো ফয়সালা হয়নি। ফলে এই খবর সম্বন্ধে যথেষ্ট ধোয়াশা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসে গেল পোস্ট অফিস এর সেরার সেরা স্কীম। মাত্র ২০০ টাকায় হয়ে যান লাখপতি।
এই খবর কি শুধুমাত্র সরকারী কর্মীদের মনোভাব জানার জন্য জল মাপা, নাকি সত্যিই সারবত্তা আছে, নিচে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে কর্মী মহলের একাংশের বক্তব্য, DA একটি সেন্সিটিভ বিষয়, এবং কর্মীদের পরিশ্রমের ফল জড়িয়ে রয়েছে। আর এই সুযোগ নিয়ে শুধুমাত্র খবর তৈরির জন্য, অনেকে এটা নিয়ে একই খবর বার বার প্রকাশ করছে। এটি বন্ধ হওয়া উচিত।
Written by Rajib Ghosh.
ঢের সরকার ঢপ দিয়ে চপ বিক্রি করছে।
কর্মচারীদের মেপে দেখা হচ্ছে।
এরা সব লুটে পুটে খেয়ে যাবে সরকারি কর্মীদের অধিকার নেই এটাই ভেবে ভেবে সরকার নিজেদের গুরুত্ব টা যে হারাচ্ছে তা হারে হারে টের পাবে।