6th Pay Commission – রাজ্য সরকারি কর্মীদের মন পেতে নবান্নের বড় ঘোষণা, বকেয়া ডিএ ইস্যুতে সুখবর কর্মী মহলে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য (6th Pay Commission) নবান্ন থেকে বিরাট ঘোষণা করা হল, যা কল্পনাও করতে পারেন নি রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে থাকেন সাধারণ মানুষদের। সেক্ষেত্রে সরকার যে তাদের কথা একেবারেই ভাবেন না, এমনটা নয়। তাই এবারে সরাসরি নবান্ন থেকেই অর্ডার পাঠানো হচ্ছে প্রত্যেক দপ্তরে। বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

রাজ্য সরকারি কর্মীদের পুরষ্কার দেওয়া হবে নবান্ন থেকেই।

এবার থেকে 6th Pay Commission বাড়তি পাওনা মিলবে সরকারি কর্মীদের। রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে এই নতুন ঘোষণা করা হয়েছে নবান্ন থেকেই। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে নানা ধরণের সুযোগ সুবিধা পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেন সরকারি কর্মীরা। আর এবারে তার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করে দেওয়া হল নবান্ন থেকেই।

Advertisement

WB 6th Pay Commission:

নবান্নের তরফে এই নতুন ঘোষণায় যা বলা হয়েছে, সেগুলি জেনে নেওয়া যাক। এবার থেকে কর্মীদের পারফরম্যান্স অনুযায়ী তাদের পুরস্কৃত করা হবে। মূলত কর্মীদের কাজকে স্বীকৃতি দিতেই এই অভিনব ভাবনা এনেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই চালু হতে চলেছে এই পুরস্কার বিতরণ। নবান্ন সূত্রের খবর মিলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পন্থা অবলম্বন করা হবে এবার থেকে।

সম্পূর্ণ বিষয়টি নাকি নিজে দেখভাল করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। কাজও এগিয়ে গিয়েছে খানিকটা, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা (6th Pay Commission) পৌঁছে দেওয়া হয়েছে। নবান্নসূত্রে জানা গিয়েছে, জেলাশাসকদের কাছে এই বিষয়ে যে নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে বলা হয়েছে যে, সাধারণ কর্মী ও অফিসারদের সমস্ত ভালো কাজের একটি তালিকা তৈরি করতে হবে এবং সেসব তথ্য নিয়মিত আপডেট করতে হবে সমন্বয় পোর্টালে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ দল পোর্টালের ডেটাগুলির পর্যালোচনা করবে। সরকারের ধারণা, 6th Pay Commission এর এই পদক্ষেপ কর্মক্ষেত্রে কর্মীদের উদ্বুদ্ধ করবে।

Advertisement
Bank Vs Post Office Interest Rate Comparison (ব্যাংক না পোষ্ট অফিস, কোথায় সুদ বেশি)

কর্মক্ষেত্রে স্বীকৃতির ফলে কর্মীরাও উদ্বুদ্ধ হবেন। কেবল কর্মীদের অণুপ্রেরণা যোগানোই নয়, পাশাপাশি উন্নত হবে কাজের মানও। পুরষ্কার প্রাপকের তালিকায় নিজেকে দেখতে চেয়ে কর্মীদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতাও বাড়বে। কারণ স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। তবে পুরস্কার বিতরণ করে কর্মীদের মন পেতে চাইলেও, 6th Pay Commission ডিএ বাড়ানো নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করেনি সরকার।

UIDAI এর মতে আধার কার্ডে নতুন করেই করতে হবে এই কাজ, ফ্রিতে হবে। কোন টাকা লাগবে না।

এদিকে কর্মীরাও নাছোড়। তাদের নায্য দাবী আদায় করে নিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ধর্মতলায় ধর্ণামঞ্চে বসে আছেন তাঁরা। কবে আন্দোলন প্রত্যাহার করা হবে, তাও বলা সম্ভব নয়। তবে ডিএ না বাড়ালে যে আন্দোলন চলতেই থাকবে, সেই বিষয়ে অবশ্য আগেই স্পষ্টবার্তা দিয়ে রেখেছে যৌথ মঞ্চ। আগে দুদিন কর্মবিরতি ঘোষণা করেছিল সরকারি কর্মীরা।

অফিসে গেলেও সাইন করে অ্যাটেনডেন্স দিলেও সিংহভাগ কর্মীই কোনও কাজ করেন নি। সেই অর্থে বলতে গেছে কর্মবিরতি সফল ভাবেই পালন করছেন সরকারী কর্মীরা। তবে কেবল কর্মবিরতি আর আন্দোলনেই থেমে নেই যৌথ মঞ্চ। আগামী ১০ মার্চ বনধও ডাকা হয়েছে। এখন দেখার বনধ কতটা সফল হয়। হয়ত, বনধের দিনেও অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে দেবে সরকার, তবে এভাবে যে কর্মীদের আর দমিয়ে রাখা যাবে না, তা একপ্রকার স্পষ্ট।

বকেয়া ডিএ এর দাবীতে পশ্চিমবঙ্গে এবার পূর্ণ দিবস ধর্মঘট, অফিস আদালতের সাথে এবার বন্ধ দোকান বাজার।

সরকারী কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করছে সিপিআইএম, বিজেপি, কংগ্রেসের মত রাজনৈতিক দল তো বটেই, সাথে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরাও। প্রচুর সমর্থনের কারণে যৌথ মঞ্চের মনোবলও বেশ তাজা। এখন দেখার রাজ্য সরকার কবে 6th Pay Commission ডিএ বাড়ানোর ঘোষণা করে।
Written by Antara Banerjee.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment