WB Employees DA News – রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘভাতা নিয়ে বড় পদক্ষেপ।
গত মাসেই রাজ্য সরকার কে ৩১% বকেয়া ডিএ (WB Employees DA News) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারী কর্মী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।
কর্মীদের অভিযোগ, কোর্টের নির্দেশের পরেও বাড়ানো হয়নি মহার্ঘ ভাতা (WB Employees DA News). আর তাই মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আজ শনিবার শহরে মিছিলের ডাক দিয়েছিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু সেই মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ। সেই দাবি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছিল শিক্ষক সংগঠন।
গত বুধবার আদালতে মামলা করেন তাঁরা। গত বৃহস্পতিবার তার রায় দিলেন বিচারপতি শম্পা সরকার। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যায় না”। প্রসঙ্গত, গত মাসে রাজ্য সরকারের কর্মীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা (WB Employees DA News) দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আর তাই সেই অধিকার দেওয়া উচিত। আদালতের পক্ষ থেকে নির্দেশ, মিছিল এবং সমাবেশের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ ঘণ্টা সময়। তার মধ্যেই পুরো কর্মসূচি শেষ করতে হবে। তবে কর্মসূচি থেকে কোনোরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।
আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হলেও, সেই অনুপাতে রাজ্য সরকারি কর্মীরা ডিএ বাড়েনি। রাজ্য অনেকটাই পিছিয়ে আছে। এরি মধ্যে জুলাই থেকে আরেক প্রস্থ ডিএ (WB Employees DA News) ঘোষণা হবে বলে জানা জাচ্ছে, যার জেরে ফারাক আরো বেড়ে যাবে।
প্রতি মাসে কর্মীদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি করে একাধিক সংগঠন। উচ্চ আদালত সকল সরকারি কর্মচারী ও শিক্ষক, শিক্ষিকা-শিক্ষাকর্মীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য বকেয়া ডি.এ. (WB Employees DA News) ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছেন রাজ্য সরকারকে। তবে, এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনও ঘোষণা না হওয়ায় প্রশ্ন উঠেছে।
সেই নির্দেশ কার্যকর না করায় রাস্তায় নেমে প্রতিবাদের কথা জানায় প্রাথমিক শিক্ষকদের রাজনীতি নিরপেক্ষ সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। ১১ জুন, আগামী শনিবার তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দেয়। তবে, পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি। তাই বাধ্য হয়ে আদালতে যান তাঁরা। WB Employees DA News
এদিন আবেদনকারী পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান “এই মিছিলে পাঁচ হাজারের মতো জমায়েত হওয়ার কথা। পুলিশ সেই অনুমতি দেয়নি। হাই কোর্ট জানিয়েছে, মিছিল ও মিছিলের শেষে সভা করা যাবে। ৪ ঘন্টার মধ্যে সব শেষ করতে হবে এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি”।
পুরাতন 10 টাকার এই নোট থাকলেই হতে পারেন লাখপতি! সুযোগ চলে যাওয়ার আগে এখনই জেনে নিন আয়ের উপায়
অন্যদিকে কর্মী মহলের একাংশ মনে করছেন, সরকার সুপ্রীম কোর্টে যাবে না। কিছু পরিমান ডিএ দিয়ে বাকিটা মিউচুয়ালি না দেওয়ার পথে হাটতে পারে। সরকারী কর্মীদের একাংশের বক্তব্য, তাদের অনেকেই নবান্ন এবং অর্থদপ্তরের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন মহল থেকে সেই ইঙ্গিতই ভেসে আসছে।
তাদের অনেকেই মনে করছেন, হয়তো কিছু শতাংশ ঘোসনা করে, রাজ্যের আর্থিক অবস্থার দোহাই দিয়ে বাকিটা হাইকোর্ট কে জানানো, যে এই মুহুর্তে বাকিটা দেওয়া সম্ভব নয়। যদিও এই কথা মানতে ছাইছেন না সাধারন কর্মীরা, তাদের দাবী, আন্দোলন কে স্তমিত করে দেওয়ার জন্য এই গুজব পরিকল্পিত ভাবে ছড়ানো হচ্ছে।
Written by Rupa Dutta
45 কোটি SBI গ্রাহকদের সতর্ক করে দিলো ষ্টেট ব্যাংক কর্তৃপক্ষ, দায় নেবেনা ব্যাংক
Respected All,With due Respect Honerable Verdict,this is my humble prayer to all at first calculation DA with salary stopped in force longer periods family purpose.Because my orginal salary not delivered Since 2004 month of November.
So needed humanastatic cooperation for financial deprive family first priority.
With Regards,
Joyatpal Mukherjee
Govt.Servent
Employee No.2006003589
Respected All,This is for your kind information that after Govt.procedure selection,due to Govt.Financial Embergo we are deprive our orginal salary not received Since 2004,but work done continuous as per order.
But after longer periods systems not thinking this releated matter,which is very dishonest work done for suffering worker family suport .Also all the Releated uses instruments rate hike,but delay hike salary.It is not good work done through the Respected Govt.
So,I therefore pray all worker work for his family servival purpose,also needed govt.good faith for all worker financial supporting matter first priority.
Manab bandhon holo Sesto bondhon,jeta rakkha korbar janno Darkar er Mister sange sokol manuser samge melbondhon korar guru daitto Sarkar ke nite hobe.