Advertisement
6th Pay Commission ad hoc bonus
Advertisement

6th Pay Commission – নবান্ন থেকে রাজ্য সরকারি কর্মীদের বড় ঘোষণা

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের জন্য সুখবর (6th Pay Commission)। নবান্ন থেকে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বড় ঘোষণা। যার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারী ও সরকারী সাহায্য প্রাপ্ত কর্মী।

Advertisement

অতিমারীর কারণে গত দু’বছর ধরে রাজ্যের প্রায় সব ধরনের উৎসব-অনুষ্ঠান বন্ধ ছিল। লকডাউন পরবর্তী সময়ে সেই কথা চিন্তা করেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (6th Pay Commission) জন্য নবান্ন ঘোষণা করেছে বোনাস উৎসব ভাতার (ad-hoc bonus) কথা। আর তার সাথে এবারের উৎসব ভাতার পরিমান ও বাড়ানো হয়েছে। মঙ্গলবার এই মর্মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। উৎসবের বোনাস হিসাবে জনপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৮০০ টাকা করে দেবে রাজ্য।

Advertisement

রমজান মাস চলছে। আর কদিন পরেই ঈদ। আর তার আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। উৎসবের ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মঙ্গলবারই ad-hoc বোনাসের কথা ঘোষণা করেছে নবান্ন। এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার (6th Pay Commission)।

Advertisement

উৎসবের বোনাস হিসাবে জনপ্রতি ৪ হাজার ৮০০ টাকা দেবে রাজ্য। তবে এই বোনাস কেবলমাত্র রাজ্য সরকারের কর্মীরাই পাবেন, তাদের মাসিক বেতন ৩৭ হাজার টাকার কম। উপরোক্ত শর্তের আওতায় যেসব মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা আসেন তারা ঈদের আগেই এই বোনাস পাবেন (ad-hoc bonus)। এছাড়া অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা দুর্গা পুজোর আগে এই বোনাস পাবেন।

এবছর দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রের কর্মীদের 12% বেতন বাড়বে, ঘোষণা

এদিন নবান্নের অর্থদপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসলিম ছাড়া অন্যন্য সরকারি কর্মচারীরা ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাড হক বোনাস হাতে পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার রাজ্যের পার্শ্বশিক্ষক ও অন্যান্য এসএসএম কর্মীদেরও দেওয়া হবে এই উৎসবের বোনাস। 6th Pay Commission

EK24 News

যাঁরা চুক্তিভিত্তিক কর্মী, তাঁদেরও এই বোনাস দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত থাকছে। যে পার্শ্ব শিক্ষকরা বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা গত আর্থিক বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন এবং যারা স্থায়ী বেতন পান, কেবল মাত্র সেই পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মীরাই এই উৎসব ভাতার আওতায় পড়বেন।

Advertisement

অন্যদিকে রাজ্য সরকারী কর্মীদের ডিএ নিয়ে নিরব রাজ্য সরকার। আগামী ২৭ তারিখে ডিএ মামলার পরবর্তী শুনানী। তবে মামলা যে দ্রুত নিস্পত্তি হবে না সেই আভাষ পাওয়া যাচ্ছে।

ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে PNB গ্রাহকদের জন্য বিরাট সুবিধা ঘোষণা করলো ব্যাংক কতৃপক্ষ

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement