সরকারি কর্মীদের পোয়াবারো, পকেটে ঢুকছে মোটা অংকের টাকা, Salary Hike কবে থেকে, জেনে নিন।
সরকারি কর্মচারীদের পকেট আবার ভর্তি হতে চলেছে। যেটুকু খালি ছিল সেটুকু একেবারে পুরোপুরি ভর্তি করে দিতে চাইছে সরকার। দেশের অধিকাংশ মানুষের কি হলো, সেদিকে খেয়াল না রাখলেও সরকারি কর্মচারীদের দিকে যথেষ্টই নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। পরপর ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। যদিও অতিমারি পরিস্থিতিতে ডিএ স্টপ করে দেওয়া হলেও, পরে তা চালু হয়। কিন্তু ওই ১৮ মাসের বকেয়া মেলেনি। আর তা নিয়ে ও আন্দোলন করছেন সরকারি কর্মীরা। আর এর মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে মিললো সুখবর। কি জানালেন অর্থ প্রতিমন্ত্রী, জেনে নিন।
DA Salary Hike
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে কোনো রাজ্য সরকারি কর্মচারীদের Dearness Allowance বা বেতন নিয়ে তুলনা করা যায় না। তার কারণ, দুটো সরকার সম্পূর্ণ আলাদা। দুই সরকারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। দুই সরকারের পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো একটি রাজ্য সরকারের তুলনা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পঞ্চম বেতন কমিশন (5th Pay Commission Salary Hike) যখন লাগু করা হয় তখন 31 শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল।
তারপরে যখন ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission) লাগু হয় 54 শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আর সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) লাগু হওয়ার পরে ষষ্ঠ বেতন কমিশন থেকে 14 শতাংশের ওপরে DA বৃদ্ধি হয়। 2014 সালে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর থেকে দেশের এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 38 শতাংশ হারে DA এবং DR পান। এবার জানা যাচ্ছে, সেই DA 42 শতাংশ হতে পারে।
কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য সম্প্রতি বেতন বৃদ্ধি নিয়ে বৈঠক করতে পারে বলে এক রিপোর্টে জানা গিয়েছে। আর সেখানেই উঠে এসেছে এই DA বৃদ্ধির কথা। হোলির পরেই DA বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছিল। প্রায় 4 শতাংশ বৃদ্ধি হয়ে 42 শতাংশে এবার পৌঁছতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। 2023 সালের 31 শে জানুয়ারি প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর এক রিপোর্ট অনুযায়ী, 4.23 শতাংশ DA বৃদ্ধির কথা জানানো হয়। কিন্তু দশমিকের হিসাব না ধরে পুরোপুরি 4 শতাংশ Salary Hike DA বৃদ্ধি হতে পারে বলেই জানা যাচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একেবারে পোয়াবারো।
কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পরে সরকারি কর্মচারীদের করছাড়ের সীমা ২ লক্ষ থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ করা হয়। পাশাপাশি, ৮০ সি ধারার অধীনে করছাড়ের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ১.৫ লক্ষ টাকা করা হয়। ২০১৭ সালে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীরা আয় করেন, তাদের আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে দিয়ে ৫ শতাংশ করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠকে বসতে পারে।
সেখানেই ৩৮ শতাংশ Salary Hike DA আরো ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করা হতে পারে। আর সেই DA কার্যকর হবে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে মার্চ মাসের বেতনেই অতিরিক্ত মোটা অংকের টাকা ঢুকতে চলেছে বলেই জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়ের উপর ভিত্তি করেই নির্ধারণ করে থাকে। রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীরা AICPI- এর রিপোর্টের উপর নির্ভর করেই DA পেয়ে থাকেন।
কাটা ছেড়া নোট নিয়ে RBI এর নতুন নিয়ম, কিভাবে বদলাবেন জেনে নিন।
যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Salary Hike DA বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের কাছে বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। কলকাতার রাস্তায় কাজকর্ম লাটে তুলে দিয়ে ধর্না বিক্ষোভ চালাচ্ছেন তারা। পরপর আন্দোলন কর্মসূচি ঘোষণা করছেন। এবার আবার জানা যাচ্ছে, যন্তর মন্তরেও Salary Hike DA নিয়ে তারা আন্দোলন করতে পারেন। যদিও রাজ্য সরকারের বকেয়া DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এখনো সেখানে শুনানি শুরু হয়নি।
সরকারি কর্মী সহ রাজ্যের স্কুল শিক্ষকদের পাঠানো হচ্ছে শো-কজের চিঠি, কর্মীদেরও নতুন পদক্ষেপ!
তবে এর মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ একেবারে পথে নেমে আন্দোলন (DA Movement) চালিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের DA দেওয়া সম্ভব নয়। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের পরিকাঠামো আলাদা। বেতন ক্রম আলাদা। ফলে কেন্দ্রের হারে Salary Hike বা DA রাজ্য সরকারি কর্মচারীরা কখনোই দাবি করতে পারে না। পাশাপাশি, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথাটিও একাধিকবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তবে কোনো কিছুই সরকারি কর্মচারীদের একাংশ শুনতে রাজি নন। তারা শুধু বকেয়া DA কেন্দ্রীয় হারে দাবি করছেন। এবার দেখার বিষয়, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়।
Written by Rajib Ghosh.