Advertisement
Local Train Cancelled (ট্রেন বাতিল)
Advertisement

বাতিল প্রায় ৩০০ ট্রেন – Train Cancelled.

বাতিল হয়ে গিয়েছে কয়েকশো ট্রেন (Train Cancelled)। আর ট্রেন বাতিল মানেই নিত্য প্রয়োজনীয় কাজে যারা প্রতিদিন যাতায়াত করে থাকেন, চাকুরীজীবী, ব্যবসায়ী, বিভিন্ন প্রয়োজনে শহরে আসেন, তারা যারপরনাই সমস্যার মুখে পড়েছেন।

Advertisement

২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সারা দেশ জুড়ে লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে মোট ২৮৭ টি ট্রেন ভারতীয় রেলওয়ে বাতিল (Indian Railways Train Cancelled) করেছে। ৪০টি ট্রেনের গতিপথ কমিয়ে দেওয়া হয়েছে। ৪৪টি ট্রেনের যাত্রা পথের পরিবর্তন করা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম, মহারাষ্ট্র, ঝাড়খন্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গে চলাচলকারী বহু ট্রেন রয়েছে এই বাতিলের তালিকায়।

Advertisement

দেশের লাইফ লাইন বলা হয় ভারতীয় রেলওয়েকে Indian Railway পরিবহন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা রেলের নেটওয়ার্ককে বহু মানুষ ভরসা করেন। এবার রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কাজের জন্য বহু ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এছাড়াও কুয়াশার কারণে শীতকালে বহু ট্রেন বাতিল করা হয়।

Advertisement

বাতিল ট্রেনের মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যে সংযোগকারী ট্রেন ০৩০৮৫ আজিমগঞ্জ জংশন- নলহাটি জংশন লোকাল শুক্রবার বাতিল থাকবে। নলহাটি থেকে আজিমগঞ্জ আসার একটি ট্রেন বাতিল থাকবে। বোকারো স্টিল সিটি বাতিল। বাতিল হয়েছে শিয়ালদা আজমেঢ় এক্সপ্রেস। বাতিল হয়েছে পাঠানকোটের ট্রেন। বরকা কানা ও বেনারসের মধ্যে চলাচলকারী ট্রেন বাতিল (Train Cancelled). আসানশোল বোকারো স্টিল ট্রেন বাতিল। বারানসী- সুলতানপুর রুটে ট্রেন বাতিল।

মাত্র ৫ বছর টাকা জমিয়ে হয়ে যান ২২ লাখ টাকার মালিক।

শিয়ালদা মেন এবং সাউথ সেকশন এর বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) হয়ে গিয়েছে। হাওড়া থেকে কর্ড লাইনের ট্রেন বাতিল করা হয়েছে। আপ এবং ডাউনে তিন জোড়া নৈহাটি লোকাল, রানাঘাট- নৈহাটি লোকাল, নামখানা ও লক্ষীকান্তপুর লোকাল বাতিল হয়েছে। হাওড়া- চন্দনপুর লোকাল, হাওড়া- বারুইপাড়া লোকাল বাতিল। বাতিল হয়েছে ব্যান্ডেল- বর্ধমান লোকাল। বাতিল হয়েছে হাওড়া- আমতা রুটের একটি লোকাল।

EK24 News

ছোট্ট ভুলে এক কোটি গ্রাহক পাবেন না রেশন, গরীব মানুষের মাথায় হাত।

ফলে যারা এদিন কোনো স্টেশনে ট্রেন ধরতে যাবেন তারা একবার রেলের ওয়েবসাইটে ঢুকে ভালো করে দেখে নিন। আপনার সেই ট্রেনটি বাতিল ট্রেনের (Train Cancelled) তালিকায় রয়েছে কিনা। রেলের তরফ থেকেও যাত্রী সাধারনের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো পরিকল্পনা করার আগে রেলওয়ের স্ট্যাটাস দেখে নিন।
https://enquiry.indianrail.gov.in/mntes এই সাইটে ঢুকে যাত্রীরা দেখে নিতে পারেন।
Written by Rajib Ghosh.

Advertisement

সারা দেশে ব্যাংক ধর্মঘট, মহাসংকটে দেশবাসী। কবে কবে ব্যাংক বন্ধ জেনে নিন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement