আপনার দ্বিতীয় সিম টি মাত্র 22 টাকা Validity Recharge করে 3 মাস চালু রাখুন, Latest Offer.

মাত্র 22 টাকার রিচার্জে 90 দিনের Validity Recharge শুধুমাত্র BSNL-এ, আজই রিচার্জ করুন

বর্তমানে অনেকের কাছেই দুটো সিম আছে, কিন্তু যেভাবে রিচার্জের দাম বেড়েছে, তাতে দুটো সিমে একসাথে রিচার্জ করা কঠিন। তাদের কথা মাথায় রেখে Validity Recharge চালু হলো। যাতে মাত্র ২২ টাকায় ৩ মাসের ভ্যালিডিটি, ৪৫ টাকায় ৬ মাস।

Advertisement

মাত্র কয়েক মাসের ভিতরেই Jio-Airtel-Vi ভারতের জনপ্রিয় এই বেসরকারি টেলিকম সংস্থাগুলি একধাক্কায় নিজেদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে অফারগুলোতে করা হয়েছে অনেক কাটছাঁট। কিন্তু একমাত্র সরকারি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এমন একটি রিচার্জ প্ল্যান এনেছে যা খুব কম খরচে আপনার সিমটি Validity Recharge করে এক্টিভ রাখবে।

Advertisement

BSNL-এ মাত্র 22 টাকার Validity Recharge করলে আপনি পাবেন 90 দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে সমস্ত লোকাল এবং STD কলের চার্জ প্রতি মিনিটে 30 পয়সা। এই প্ল্যানটি একটি ভ্যালিডিটি এক্সটেনশন রিচার্জ। এছাড়াও, 75 টাকা এবং 94 টাকার প্রিপেইড প্ল্যানের অফারও রয়েছে।

আরো পড়ুন, পুরনো এই কয়েন থাকলে আপনিও করতে পারেন বাজিমাত!

75 টাকার রিচার্জ করলে পাবেন 50 দিনের বৈধতা সঙ্গে 2GB ডেটা। 94 টাকার রিচার্জে 3GB ডেটা পাওয়া যাচ্ছে যা বৈধ থাকবে 75 দিনের জন্য। উল্লেখ্য, দুটি প্ল্যানেই 100 মিনিট অবধি ফ্রি কলিং পাওয়া যাবে।

অন্যদিকে, BSNL-এর 88 টাকার নতুন প্ল্যানটির বৈধতা 90 দিন। লোকাল এবং STD কলের জন্য আপনার খরচ হবে মাত্র 0.8 পয়সা/সেকেন্ড। আপনার যদি অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় তাহলে আপনি 198 টাকা রিচার্জ করতে পারেন এবং 50 দিনের জন্য আপনি প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন এই Validity Recharge প্ল্যানে।

Advertisement

এবার এককালীন মাত্র ৮০০ টাকায় মোবাইল রিচার্জে চলবে সারা বছর,

তাই, আর দেরি নয়। আজই BSNL-এর নতুন Validity Recharge প্ল্যানগুলির মধ্যে থেকে আপনার পছন্দ মতো প্ল্যান বেছে নিন। প্রসঙ্গত, এই বছরের শেষেই সারা দেশে আসতে চলেছে বিএসএনএল(BSNL)-এর 4G পরিষেবা। তাই, এখনই নিজের পুরনো সিম BSNL -এ পোর্ট করে নতুন রিচার্জ প্ল্যানের সুবিধা উপভোগ করুন।
Written by Rupa Dutta

 লটারি কাটার গোপন সুত্র, এই নিয়মে সংখ্যা বাছুন, ম্যাজিক দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment