Board Exam পরীক্ষার খাতায় পড়ুয়া যা লিখলেন, নিমেষেই নেটমাধ্যমে ভাইরাল, চোখ সরাতে পারবেন না আপনিও।
পরীক্ষার খাতায় কত কিনা লিখতে দেখা যায় পড়ুয়াদের। পরীক্ষা হচ্ছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা, ইংরেজির মত নির্দিষ্ট বিষয়ের। আর তার উত্তরপত্রের খাতায় পড়ুয়াদের একাংশকে লিখতে দেখা যায়, কোনো হিন্দি সিনেমার বহু চর্চিত ডায়লগ কিংবা কোনো জনপ্রিয় হিন্দি সিনেমার গান।
Viral Board Exam Paper:
আবার বিভিন্ন ধরনের মজার পোস্ট দেখা যায়। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে সেই সমস্ত কাণ্ডকারখানার ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেট মাধ্যমে শুরু হয়ে যায় মজার ছলে চর্চা। এবার দেখা গেল, পরীক্ষার খাতায় কোনো উত্তর লেখা নেই। সেখানে শুধু লেখা রয়েছে, হিন্দি গান। কোনো গান পিকে সিনেমার, আবার কোনো গান থ্রি ইডিয়টস সিনেমার। শুধু তাই নয়, জানা গিয়েছে, ওই পড়ুয়ার কাছে আবার শিক্ষক নিজেই অনুরোধ করেছেন, তিনি যেন উত্তরপত্রে আরো গান লেখেন।
এই কাণ্ড ঘটেছে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় (Board Exam). পরীক্ষার জন্য বহু প্রস্তুতি নেওয়া হলেও অনেক সময় অনেক ছাত্র-ছাত্রীকে দেখা যায়, পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে গিয়েছে। আর তখনই উত্তরপত্রের খাতায় সিনেমার ডায়লগ, সিনেমার গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথা লিখতে দেখা যায়। এবার এই ঘটনাটি Instagram এর একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি Instagram- এ সিইউমিমসসিইউয়ানস নামের একটি অ্যাকাউন্টে পোস্ট করার পর নেট দুনিয়ায় হাসির রোল ছড়িয়ে পড়েছে।
যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে নেটমাধ্যমে মাধ্যমে জানা গিয়েছে ইতিমধ্যেই ৯৫ হাজারেরও বেশি লাইক মিলেছে ইনস্টাগ্রামে। ওই পোস্ট করা ভিডিওতেই দেখা যাচ্ছে Board Exam এর প্রথম প্রশ্নের উত্তরে পড়ুয়া পরীক্ষার খাতায় লিখেছেন জনপ্রিয় হিন্দি ছবি থ্রি ইডিয়টস এর গান, “গিভ মি সাম সানসাইন, কিছুটা লিখেই প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হলো। তারপর আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখা শুরু করলেন পড়ুয়া। সেখানে কি লিখলেন? এইবার আর কোনো গান লিখলেন না।
গরীব মানুষের কথা ভেবে, মোবাইল রিচার্জের দাম নিয়ে বিরাট সুখবর।
এবার শিক্ষকের কাছে তিনি অনুরোধ করে লেখেন, আপনি খুব ভালো মানুষ। আমি এত কঠিন কাজ করতে পারি না। সেটা আমার অক্ষমতা। ভগবান, আমাকে বুদ্ধি দাও। তারপরেই ওই তৃতীয় প্রশ্নের উত্তরে আবার আমির খানের ছবির একটি গান লেখেন পড়ুয়া। ওই পড়ুয়া পিকে ছবির, “ভগবান হ্যায় কাহা রে তু” গানটি লিখে এক কথার মধ্যেই এই তিনটি প্রশ্নের উত্তর লিখে শেষ করে ফেললেন। তবে উত্তরপত্রের পরের পাতাগুলি সম্পূর্ণ সাদা। Board Exam এর সেখানে একটিও কলমের দাগ নেই। তবে আর যাইহোক, নেটমাধ্যমে এই বিষয়টি দেখে সকলেই বেশ মজা পেয়েছেন।
Written by Rajib Ghosh.