Advertisement
Dearness Allowance (ডিএ ঘোষণা)
Advertisement

কর্মচারীদের ডিএ বৃদ্ধি আন্দোলনের মুখে হার স্বীকার শেষমেষ মুখ্যমন্ত্রীর, Dearness Allowance ঘোষণা।

গোটা রাজ্যজুড়ে আন্দোলন চলছে ডিএ বৃদ্ধির দাবি নিয়ে। Dearness Allowance এর দাবীতে ১লা মার্চ থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে কর্ণাটকের সরকারি চাকুরিজীবিরা। গতবছরই তাদের ডিএ বৃদ্ধির কথা বলেছিল বাসবরাজ বোম্মাই শাসিত সরকার। আর সেই সিদ্ধান্তের পরই নড়েচড়ে বসলো উক্ত রাজ্যের প্রশাসন। এক লাফে ১৭% বেতন বৃদ্ধি ঘোষণা।

Advertisement

পশ্চিমবঙ্গেও একই টালবাহানা অব্যাহত। প্রায় একমাস ধরে ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে লাগাতার বিক্ষোভ, অনশন চলছে। এরাজ্যেও পেনডাউন ঘোষণা করা হয়েছে। কর্ণাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কড়া বার্তা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি যেন বর্তমান সরকারি চাকুরিজীবিদের আশ্বাস দেয় তাদের অতিরিক্ত ডিএ চালু হওয়ার ব্যাপারে।

Advertisement

ওই রাজ্যে শেষ দিওয়ালির সময় ৩.৭৫ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। সেই ডিএ বৃদ্ধিতে তারা এখন ৩১ শতাংশ হারে Dearness Allowance পায়। এর আগে তাদের ডিএ পার্থক্য ছিল আরো অনেক বেশি তারা প্রায় ২৭ .২৫ শতাংশ হারে ডিএ পেত। তাদের দাবি একটাই তারা তাদের প্রাপ্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে , কেন্দ্রের হারে তাদের ডিএ দেওয়া হোক।

Advertisement

বাসবরাজ বোম্মাই কর্ণাটকের প্রাক্তন মুখ্যসচিব সুধাকর রাওকে বেতন স্কেল সংশোধনের কমিশন হিসাবে নিযুক্ত করে। তাঁর তত্ত্বাধনেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) রিপোর্ট দিতে বলা হয়। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই তার আগে খসড়া জমা দিতে বলেছিল এই রিপোর্টের। সেই রিপোর্ট দেখে তিনি সিদ্ধান্ত নেন তাঁদের দাবি অনুসারে ১৭ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে। তাদের সুপারিশ কমিটির আন্ডারে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে সেখান থেকে বিবেচনায় দেখা হয় কেন্দ্রের সাথে রাজ্যের সমান ডিএ দেওয়া উচিত।

আজ থেকে LPG Price বেড়ে গেল অনেকটাই, কোথায় কত বাড়ছে, জেনে নিন।

এব্যাপারে বাসবরাজ বোম্মাই হার মানতে বাধ্য হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের কাছে। পুরোনো পেনশন স্কিম চালু করারও দাবি জানানো হয়েছে। সেই নিয়েও কমিশন খসড়া বানিয়েছে। কেন্দ্রের কর্মচারীদের হোলির সময়েই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তাদেরও এবছরেরও প্রথম ডিএ বৃদ্ধি এটা।

EK24 News

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর 1 মাস আগেই, পরীক্ষার সমস্ত নিয়ম প্রকাশ করল শিক্ষা সংসদ।

এদিকে পশ্চিমবঙ্গেও সমানে Dearness Allowance Agitation চলছে। আর তারপরই কাকতালীয়ভাবে এবারের বাজেটে ৩% Dearness Allowance ঘোষণা করা হয়। কিন্তু সরকারী কর্মীদের দাবী মতো ডিএ না পাওয়ায় আন্দোলন জারী রাখে। আগামী ১০ মার্চ সারা বাংলা ধর্মঘট এর ডাক দিয়েছে সরকারী কর্মী যৌথ মঞ্চ। এদিকে Dearness Allowance নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সরকার Dearness Allowance ঘোষণার পরও আন্দোলন চলছে। AICPI হারে DA এর দাবী চরমে। এমতবস্থায় কি সিদ্ধান্ত হয় সেটা দেখার অপেক্ষায় রাজ্যবাসী।

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement