Advertisement
PM Kisan Status (প্রধান মন্ত্রী কিষান যোজনা, কৃষকবন্ধু)
Advertisement

প্রতি মাসে PM Kisan Status প্রকল্পে টাকা বাড়ালো মোদি সরকার, কত করে অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন বিস্তারিত।
কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প রচনা করে বাস্তবায়িত করে কেন্দ্র এবং রাজ্য, দুই সরকার। যারা পরিশ্রম করে ফসল ফলান, তাদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই এই ধরনের প্রকল্প তৈরি করা হয়। কৃষকদের জন্য মোদি সরকার পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi Yojana) যোজনা তৈরি করেছে।

Advertisement

এই স্কিমের মাধ্যমে দেশজুড়ে কৃষকদের নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে থাকে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের কিষাণ নিধি যোজনায় (PM Kisan Status) সুখবর দেওয়া হয়েছে। মোদি সরকারের এই যোজনার মাধ্যমে দেশের বহু কৃষক উপকৃত হচ্ছেন।
PM Kisan Samman Nidhi যোজনার সঙ্গে কিষাণ মানধন যোজনার (Kisan Mandhan Yojana) সূচনা করা হয়েছে মোদি সরকারের তরফে। যার মাধ্যমে কৃষকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।

Advertisement

এবার পি এম মানধন যোজনার অন্তর্গত কৃষকদের ব্যাংক একাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ট্রান্সফার করা হবে।
এই পেনশন যোজনার অধীনে মানুষদের প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দিতে হয়। ৬০ বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে সংশ্লিষ্ট আবেদনকারীরা ৩০০০ টাকা করে পেনশন পেতে থাকবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনো ব্যক্তি এই যোজনায় অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

PM Kisan Status:

এই যোজনার মাধ্যমে দেশের কৃষকদের পেনশন দেওয়া হবে বছরে ৩৬ হাজার টাকা করে। প্রত্যেকেই বয়স অনুযায়ী প্রতি মাসে এই যোজনায় টাকা জমা দিতে পারবেন। ৪০ বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন।
পিএম মানধন যোজনায় প্রিমিয়ামের টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা থেকে কেটে নেওয়া হয়। এর জন্য আলাদা করে আবেদন পত্র পূরণ করতে হবে।

Free Ration Scheme for Ration Card Holder in west Bengal (ফ্রি রেশন কার্ড গ্রাহকদের)

দেশের কৃষকদের জন্য মোদি সরকারের তরফে এবার থেকে আর ২ হাজার করে নয়, প্রতিমাসে কৃষকেরা ৩ হাজার টাকা(PM Kisan Status) করে ব্যাংক একাউন্টে পেতে থাকবেন। ফলে দেশের কৃষকেরা এবার আর্থিক সহায়তার ক্ষেত্রে বেশি পরিমাণে প্রতিমাসে ভাতা পাবেন।

EK24 News

আরও পড়ুন, আমার বাংলা কার্ড চালু করলেন মমতা ব্যানার্জি, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

কবে পাবেন PM Kisan Status এই টাকা?
গতকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারী থেকে সারা দেশের কৃষকদের একাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে, আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যে রাজ্যের কৃষকেরা লিস্ট অনুযায়ী টাকা পাওয়া শুরু করবেন। তবে যাদের এখনও আদার লিংক করেন নি, তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। আপনারা PM Kisan Status থেকে আধার লিংক আছে কিনা চেক করে নেবেন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement