সপ্তাহ গড়াতে রাজ্যে ফের একবার ৭০০ পার করল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরীক্ষা বাড়ায় বুধবার আরও বাড়ল দৈনিক সংক্রমণ। কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনাতেও এদিন ফের সংক্রমণ পৌঁছল ১০০-র ওপরে। যার ফলে নতুন করে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৪১ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় ৭৫১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫৩ হাজার ৯২৮ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। আগের দিন প্রাণ হারিয়েছিলেন ৭ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হয়েছেন ১৮ হাজার ৫৩১ জন। তবে কিছুটা হলেও স্বস্তির হল, রাজ্যের ছয় জেলা মৃত্যুর সাক্ষী থাকলেও মৃত্যুশূন্য ছিল ১৭ জেলা।বুধবার রাজ্যে সুস্থ হয়েছেন ৮৪১ জন। যার ফলে ৯৯টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেস কমে হয়েছে ৮,২৮৮। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৭ শতাংশ। সংক্রমণের হার কমে হয়েছে ১.৮১%। তবেকি নতুন করে ঢেউ শুরুর ইঙ্গিত?
Advertisement
Advertisement
Advertisement
Advertisement